ছেলেটি ঐ বায়না ধরেছে,
গেম খেলবে মোবাইলে.
কিছুই খাবেনা, কিছুই পড়বে না,
মোবাইল না দিলে.
ছেলে মারে মা কে,
মা মারে ছেলেকে.
বাইরে থেকে আমরা দোষ দেব কাকে?
কিন্তু সমষ্যাটা কোথায়?
আসলে,
কলার ভেলা থেকে জাহাজ,
ঘুড়ি থেকে বিমান.
গরুর গাড়ী থেকে রেল,
বায়োস্কোপ থেকে টেলিভিশন.
আর,
বনমানুষ থেকে মানুষ-ডিজিট্যাল.
তাই, বোধহয় সহিষ্নুতার এত আকাল.
তবু এগিয়ে যেতে হবে,
একটু বুঝেসুঝে.
        .......