মিউ, মিউ, মিউ, একটি বিড়াল ছানা,
পড়ল জলে, নেইকো তার ডানা.
উথাল পাথাল ঢেউ, খাচ্ছে খাবি,
বাঁচার বুঝি তার নেইকো চাবি.


পুষি যায়, তাহারে শুধায়,
বাঁচাও মোরে, আমি যে হেথায়.
চলতে গেলে, চেনো পথটি প্রথম,
নামি নাকো, আমি যে সত্যম.


মেনি যায়, তাহারে শুধায়,
বাঁচাও মোরে, আমি যে হেথায়.
করো ধ্যান, হোক পবিত্র তব সপ্তম,
এই কথা বলি, আমি যে শিবম.


টুসি যায়, তাহারে শুধায়,
বাঁচাও মোরে, আমি হেথায়.
কলঙ্ক ধোও, আসিবে সুখম,
বেলা যে যায়, আমি যে সুন্দরম.


ভূল করেছি, চিনি নাকো পথ,
কিভাবে বাঁচি, নেই কোন রথ!
মা- গো, দুগ্ধ কি শুধুই গরল,
শুধুই জল, শুধুই তরল!


হঠাৎ একটি জলোচ্ছাস, বিষ্ফারি নখেরে,
আঁকড়ি ধরিল, আঁচল বসুধারে.
ক্ষনিক সংজ্ঞাহীন, আসিল প্রান,
আসিল সত্যম, শিবম, সুন্দরম.


কোন দিকে নাহি চাহি, নমষ্কারি স্রোতস্বিনীরে,
এতক্ষন অভিশাপ দিয়েছিনু তোরে.
এখন পাইনু সূত্র, উর্দ্ধপদে তব
সৃষ্টি, মধ্যপদে স্থিতি, নিম্নপদে লয়.
            .............