তোমারে লয়ে বাঁধিব যে ঘর,
শূন্যের উপর.
আপনার পরে আপনা সাজায়ে,
তাহাতে চুমকি বসায়ে,
মুকুতা মালিকায় ভরাইব নধর.
বলাকা পাখায়ে, সিঁদুর লুকায়ে,
পশ্চিমে দিগন্ত টানি.
তারাগুলি সবে হাঁসিবে মিটিমিটি,
করি খুঁনসুটি,
ব্যঙ্গ করিবে আমাদের লয়ে,
তির্যক বান হানি.
ক্ষীন কটিতটে,
মৃদু চুম্বন ঠোঁটে,
আলতো পরশ বুলায়ে দিব,
আলতা রাঙ্গা পায়.
তোমারে লয়ে বাঁধিব যে ঘর,
শূন্যের উপর.
           ...........