রং ধরানো কৃষ্ণচুড়ায়,
কোকিল গানে আকাশ ছায়,
ক্ষেত ভরানো বোরো সোনায়,
বরফ গলানো পাহাড় চুড়ায়,
সাথে করে,
আজ এলরে ওই বৈশাখ.


কালবৈশাখীর ডানা ঝাপানি,
বজ্রমেঘের চোখ রাঙানি,
শুকনো পাতার মড়মড়ানী,
ধুলো, বালির চামর দোলানি,
সাথে করে,
আজ এলরে ওই বৈশাখ.


রজনীগন্ধার মিষ্টি সুবাসে,
ঘামের গন্ধ যায় আকাশে,
বেলির তাতে কি যায় আসে,
গন্ধ ছড়িয়ে দেয় বাতাসে,
সাথে করে,
আজ এলরে ওই বৈশাখ.


দে উলু দে, শাঁখ বাজা,
বরণ কর, ডালা সাজা,
কবিগুরুর গানে নাঁচা,
বাউল, কীর্তণ সঙ্গে বাঁচা,
সাথে করে,
আজ এলরে ওই বৈশাখ.
         ..........