পাড়াতে আজ ছদ্মবেশ প্রতিযোগীতা,
থিম; কৃষ্ণ সাজা.
আমিও একটা পরচুলা পরে নিয়ে,
কিছুটা রং মেখে, সং সাজলাম.
আয়নার সামনে দাঁড়ালাম,
বাঃ, কৃষ্ণের মতোই লাগছে.
না, কৃষ্ণের মতো, কেন হবে!
কৃষ্ণই তো.
চলে গেলাম ছদ্মবেশের স্থলে.
সব কিছুই হল,
কালীয় দমন, কংস বধ,
এমনকি কুরুক্ষেত্রের যুদ্ধও হল.
কিন্তু নৌকাবিলাস আর হল না,
আমার বহুমূল্যের রাধা নামাঙ্কিত    সাধা বাঁশিটি রাধা বোলে ডাকতে পারেনি.
          ............