উই পোকার কান্ড দেখে চক্ষু চড়ক গাছ,
নিঃস্ব হয়ে একেবারে হলেম কুপোকাত.
সাজিয়ে রাখা বই গুলোকে করলে আহারী,
ধন্যি তুমি উই পোকাগো দোহাই বলিহারি.
কি দরকার বই পত্রে সময় নষ্ট করি,
আমরা তো কভু পড়ি নাকো এত যত্ন করি.


ও বাবাগো, কি যে দশা ওই জামাগুলো,
করলো কেটে সবই সাবাড় ,এনে যত রাজ্যের ধুলো.
কি দরকার জামা প্যান্টের এত পরিপাটি,
আমরাতো প্যান্ট পরি নাকো, সম্বল শুধু মাটি.


হায়রে বাবা আসবাবগুলো নুয়ে পড়ল মাঠে,
মরি আমি, সারাটি দিন চিন্তায় দিন কাটে.
কি দরকার আসবাবেতে এত খাঁটি খাঁটি,
কমেনিতো একটুও মোদের এই তল্লাটি.


দুর ছাইঃ চুপ করতো বকম বকম করছো শুধু শুধু,
গড়ের মাঠ হলো আমার পরিশ্রমটাই ধু-ধু.
বুঝিনা কিছুই, বুঝিনা কিছুই, চাই যে শুধু বাহারী আহার,
খেতে চাওয়াতেই হন্যে হয়ে, দোষ কি বলো আমার?
          ............