ভ্যাপসা গরমে কিছুই ভাল লাগছিল না,
পরশু কেনা দুরবীনটা নিয়ে উঠে গেলাম দোতালায়.
চোখ রেখে দেখি,
ওরেব্বাস!
মহাকাশের জোতিষ্কগুলো একেবারে কাছে এসে গেছে!
ওইতো দুরবীনটার ঠিক ওপারে.
দেবগুরু বৃহষ্পতি কি সব বিড় বিড় করে বলে যাচ্ছে,
মাথায় পাগড়ী শনি যেন আমাদের রাজা রামমোহন রায়,
শুক্রকে দেখতে চোখ ঝলছে যাচ্ছে.
আর ওইতো চাঁদমামা,
এক্কেবারে হাতের নাগালের মধ্যেই.
দেখিতো একটু ষ্পর্শ করে,
নাঃ কাউকেই পাওয়া যাচ্ছে না.
মাথাটা একটু ঝিমঝিম করতে লাগল,
চোখটা সরিয়ে নিলেম.
একটু স্থির হয়ে বসলেম,
যাক্, কেউই পৃথিবীর দিকে ধাবিত হয়নি.
        ...........