হে অন্তরাল বর্তিনী,
নিজেকে প্রকাশ করো,
আমি অবলোকন করি তোমার রুপ.
তুমি বললে;
আমি অন্তরাল বর্তিনী,
অন্তরালে থাকাতেই আমার সৌন্দর্য্য.
আমি বললেম;
তাহলে কেমনে আমি তোমার অন্তরে প্রবেশ করি?
বাহিরে থাকাতেই আমার সৌন্দর্য্য.
তবু তোমার হাত খানি বাড়াও,
মিলেমিশে একাকার হোক অন্তর বাহির,
মাঝে থাকুক কাঁটাতারের বেড়া.
           ...........