আনমনে বসেছিলাম পার্কের ঐ ঘাসে,
এক জোড়া যুবক-যুবতী এসে বসল মোর পাশে.
প্রেম সাগরের উজান টানে,
বাইছে বইঠা অসীম পানে.
কিয়ৎ ক্ষন পরে এ বলল উহারে,
চলো ঘরে ফিরি,
নইলে,
বেদম প্রহার জুটবে, চুলের মুঠি ধরি.
আমি বললেম;
না না প্রেম করো বসে বসে,
আমি বরং ততক্ষনে,
দু চারটি কবিতা লিখি,
কোমরখানা কষে.
অবশেষে, দিনের শেষে,
ওরা গেল ঘরে ফিরি,
আর শুধু বসে বসে কবিতা লিখে মরি.
          ...........