ভালবেসেই বিয়ে করেছিলাম মোরা,
এ ঘরে এনেছিল মোর গোরা.
সবকিছু সাজায়ে যতনে,
সংসার করেছিনু মনের মতনে.
সহসা কি হল কি জানি,
আমারে ফেলে, নিরুদ্দেশ হল মোর অভিমানী.
মনে পড়ে,
সকল কাজের সময়,
সদাহাস্য থাকিত মোর প্রেমময়.
কখনো দেখিনাই তার ঠোটে,
বেদনার কোন প্রতিচ্ছবি ফুটে ওঠে.
এখনও মনে পড়ে,
গায়েতে চিমটি কাটি,
সারাক্ষন করিত খুনসুটি.
অকারনে কাঁদাইয়া মোরে,
আবার হাঁসাইত ভ্রুকুটির জোরে.
এখনও মনে পড়ে,
জলে নাইবার কালে,
জোর করি ফেলি দিত জলে.
আঁখিজল ফেলি,
আবিষ্ট হইতাম, করি জল কেলি.
এখনও মনে পড়ে,
সন্ধ্যা-প্রদীপ জ্বালিবার সময়ে,
অতর্কিতে আক্রমন করিত, সভয়ে.
নিভাইয়া দীপশিখা,
জড়াইয়া চুম্বনরেখা.
এখনও মনে পড়ে,
রোগসজ্জাপাশে করিছে শয়ন,
বজ্রমুষ্ঠি ধরি তনু, মন.
বক্ষ আঁচল সরায়ে মোর,
করিছে চুম্বন, দংশন ঘনঘোর.
আমি জানি,
সতত সে রয়েছে মোর সঙ্গে,
আমৃত্যু জড়ায়ে এ বিহঙ্গে.
দেখুক, আগামী প্রজন্মজনে,
স্ত্রীর চিতায় স্বামী যাচ্ছে সহমরনে.
             ............