আজ আমার বাড়ীতে আসিয়াছিল একটি লোক,
সে নাকি সারায়ে দেয় সব রোগ.
বাহির করিল একটি পাটাতন রঙিন,
সব রোগ সারি যাবে, করিলে জগিং.
তারও আগে,
রোগ নির্নয়ের তরে,
কয়েকটি উপায় বলি গেল মোরে.
হাতের তালুর কনিষ্ঠ আঙুলের গোড়ায় দিলে চাপ, যদি ব্যাথা হয়,
থাইরয়েড, বুঝিবে নিশ্চয়.
বৃদ্ধাঙ্গুষ্ঠের গোড়ায় দিলে চাপ, যদি হয় ব্যাথা,
শর্করা তোমার সঙ্গে বলে তার মর্ম কথা.
সেই মতো করলেম আমি,
কনিষ্ঠের গোড়ায় দিলেম চাপ,
ব্যাথা নাই,
রোগ নাই.
বৃদ্ধাঙ্গুষ্ঠের গোড়ায় দিলেম চাপ,
ব্যাথা নাই,
রোগ নাই.
অন্যান্য জায়গায় দিলেম চাপ,
নাই,
নাই, নাই, নাই.
মনে হল কিছুক্ষন পরে,
আমি কি জীবিত, না গেছি মরে?
শেষে,
জোর করি, নিজ গলা চেপে ধরি,
বুঝিতে পারি,
আমি নাই,
নাই, নাই, নাই.
       ........