সন্ধ্যাবেলা থেকেই আরশোলা গুলো বেশ জ্বালাচ্ছে,
ছুটে গেলাম ঝাড়ুটা আনতে,
ফিরে এসে দেখি,
সকলে শান্ত হয়েছে,
ঝাড়ুটা রেখে দিলাম.


পরেরদিন ভোরবেলায় দেখি,
নির্বিষ সাপগুলো উঠোনের এদিক ওদিক দৌড়চ্ছে.
গাছের ডালে প্রজাপতিগুলো,
চক্কর কাটছে.
মনে পড়ল, আজতো পূর্নিমা তিথি.
সন্ধ্যার চাঁদের আলোয় পৃথিবীকে দেখলাম.
তরতরিয়ে ছুটে গেলাম,
সেই নুয়ে পড়া বটগাছটার তলায়.
দেখলাম মোর প্রেয়সীকে,
কি অপরুপ সাজে সেজেছে ও.
ভেসে গেলাম আমরা,
জোৎসালোকিত মায়াবী আলোর বন্যায়.


এখন আমার বয়স বেড়েছে,
গেঁটে বাতে সারা শরীর জর্জরিত.
তাই, শরীর বলে,
পূর্নিমা তুমি এস না.
মন বলে, তুমি বারে বারে এস.
তুমি এলেইতো,
চোখের সামনে ভেসে ওঠে,
সেই চাঁদনি আলো মাখা,
নুয়ে পড়া বটগাছটার তলার প্রতিচ্ছবি গুলো.
        .........