রথে চড়ে জগন্নাথ যাবে মাসির বাড়ী,
তা দেখতে মেলা বসিয়েছে যতেক নর-নারী.
আম, কাঠালের পশরা সাজায়ে,
গরম তেলে জিলিপি ভাজায়ে,
বাতাস হয়েছে ভারী.
হই, হই করে বিকোয় সব,
তুলি হাঁক ছাড়ি.
ছোট ছোট রথ সাজায়ে, কতক কিশোর-কিশোরী,
তারাও যেন চলেছে যে গো, তাদের মাসীর বাড়ী.
এরই মিশে গেছে, খুশির ঈদের হাওয়া,
এ যেন রাম-রহিমের এক সুরে গান গাওয়া.
          ............