স্বপ্নে তোমায় দেখব বলে,
ভাবনা গুলোকে সযত্নে সাজিয়ে রাখি.
কিন্তু দেখি অন্যকে, যার নাম, ধাম, ঠিকানা, কিচ্ছু জানি না, এমন কি আগে কখন ও দেখিনি.
আসলে,
ক্লান্ত শরীরটা যখন অবশ হয়ে বিছানায় লুটিয়ে পড়ে,
মনটাও চায় তার সঙ্গে ঘুমিয়ে পড়তে.
কিন্তু তার চোখে যদি ঘুম না আসে,
সে বেরিয়ে পড়ে অজানার উদ্দেশে, নিশী পরিভ্রমনে.
পড়ে থাকে শুধু ধুক পুকে হৃৎপিন্ডটা খাঁচার ভিতরে,
আজীবন কাল ধরে.
       ......