হৃদয় যখন মরুর দহন
নিঃশ্বাসে নেই বায়ু,
মাথাজুড়ে চিন্তামেঘে
বজ্রে কাঁপে স্নায়ু,
নয়ন সাগর লবণ জলের
বৃষ্টি ছাড়ে যেই,
হৃদয় তখন ভাসছে জলে
মরুর দেশ আর নেই!