বিকেলের সোনারোদ ঝিকিয়ে ওঠে
ঘাসের ওপর বসে থাকা প্রজাপতির ডানায়
কাটা হয়ে যাওয়া ধানক্ষেতে নাড়ার রাজ্য
সহসা আলোড়িত হয় শেয়ালের পদাঘাতে।
নিমের হলুদ  পাতারা ঝড়ে পরে
স্যাতস্যাতে জমির শ্যাওলা ছাওয়া বুকে।
ডোবার ধারে বসে থেকে ক্লান্ত মাছরাঙাটা
ঝিমুতে থাকে শেষ শিকারের আশায়
পথের ওপর আম কাঠালের ছায়া
ক্রমশ দীর্ঘ ও ঘন হয়ে আসে
বিদায়ী আবিরের বিলাপে
লাল হয়ে ওঠে মেঘের আকাশ।
শূণ্য নাড়ার মাঠে নি:সঙ্গ কড়ই গাছ
প্রার্থনার ভঙ্গিতে চেয়ে থাকে আসমান পানে
আর আমি,
নি:সঙ্গ কড়ই গাছকে সঙ্গ দেই আর শুনি
একাকি রাত্রির নি:শব্দ আগমন ধ্বনী।