না, অমন চোখে শাসিও না প্রিয়তমা,
তোমায় দু-চোখ ভরে দেখবো
এটা আমার গণতান্ত্রিক অধিকার।
স্বৈরাচারের মতো বিচ্ছেদের ডিক্রি জারি
তুমিই করেছো, মেনেছিও কিন্তু জেনো,
স্বৈরতন্ত্রেও নেই আন্দোলনের বাধা
তোমার চোখ আমার সেই রাজপথ
যেখানে দৃষ্টিতে ফুটবে স্লোগান আর
অশ্রুতে ভিজবে সব ভালোবাসা লেখা
মলিন রঙিন প্ল্যাকার্ড-পোস্টার।
বাঁকা দৃষ্টিতে যতই ছোড়ো তুমি টিয়ার শেল
কিংবা রাবার বুলেটের কটাক্ষ
ভালোবাসার দাবি নিয়ে বারবার দাঁড়াবো
তোমার দৃষ্টির রাজপথে প্রিয়তমা।
না, ওমন দৃষ্টির শাসনে ভালোবাসার দাবি
কেউ কোনোদিন দমিয়ে রাখতে পারেনি, তুমিও পারবে না।