রাতভোরে বৃষ্টির শব্দ আর বাতাসে
কিসের যেন একটা পরিচিত সুবাস।
বজ্রপাতের দারুন উতপাত উপেক্ষা করে
ইচ্ছে হয় ছুটে যাই কাঠগোলাপের তলায়।
বৃষ্টিভেজা বাতাসে কাঠগোলাপরে ঘ্রান মানেই যে
তোমার স্মৃতির অনুরনন।
তোমার কাঁচঘেরা ঘরেও কী ঢুকতে পারে
এমন স্মৃতি জাগানিয়া বর্ষা বাতাস।
বড় জানতে ইচ্ছে করে এখনো কী তুমি
হাত বাড়িয়ে ছুয়ে দাও বৃষ্টির জলকনা?