আমি বৈশাখি ঝড় হয়ে কড়া নেড়েছি
প্রিয়তমা তোমার দরজায়, খোলোনি দুয়ার।
বসন্ত সমীরনেও হয়েছি প্রত্যাখ্যাত ফের
বন্ধ ছিল তোমার সুরম্য বাতায়ন।
আমি চৈত্রের ধুলা গায়ে মেখে রাস্তায় দাঁড়িয়ে দেখেছি
তোমার জানালায় দামী পর্দার অভিজাত গাম্ভীর্য।
শাওনের রাতে তোমার চালার পরে
বৃষ্টি হয়ে অঝোরে কেঁদেছি সারারাত,
বৃষ্টি ছুতেও হাত বাড়াওনি একবারও।


চতুর্দশীর জোছনা হয়ে গলে পড়েছি প্রিয়তমা
জোৎস্নাস্নানে একদিনও ভেজাওনি তব প্রাণ।


তাই আজ শুণ্য হাতে এসে দাঁড়িয়েছি
আবার তোমার দরজায়।
'ভালোবাসি' ডাকে খুলবে কী দুয়ার।
আমি আর ফিরে যেতে চাই না, ফিরে যাব না।