স্বর্গের সুখ চায়নি বুলেট কন্যা,
চায়নি তো সে সোনার চামচ, রুপোর বাটি,
লাল-গালিচার সম্ভাসনও নয়।
শুধু আর কটা দিন মাতৃগর্ভের আরাম,
নাড়ীর সঙ্গে নিবিড় বন্ধনে আরো কিছুটা সময়-
সূর্যালোকে চোখ মেলবার আগে এই তো ছিলো চাওয়া।
পৃথিবীর কাঠিন্য বুলেটের রূপ ধরে
পৌছে গেলো অনাগতের দ্বারে
ছিন্ন হলো নাড়ির বাঁধন,
কাঁদলো না সে ছড়ালো কাঁদন
আমরা শূধূ হতবাক হয়ে রই।
আর আমাদের ঘাড়ে বহন করে চলি
কিশোর কবির সেই প্রতিশ্রুতির অপুর্নতার দায়।