ধৈর্যের পরীক্ষায় নেমেছে মুঠোফোনের প্রতিটি কম্পন,
বাতাসের প্রতিটি স্পন্দন আজ উতলা করছে শুধু,
প্রতিটি মুহুর্ত আজ স্নায়ুর চূড়ান্ত প্রতীক্ষায় সতর্ক,
এক একটি সেকেন্ড কাটছে এক এক ঘন্টার সমান,
আজ আমার প্রতীক্ষার দিন।
জানো কী,
হৃদয়ের তটে প্রতিক্ষণে আছড়ে পড়ছে যে ঢেউয়েরা
কী বার্তা আনছে তারা-
আশঙ্কার ঢেউ উদ্বেগে ফেনিল বুদ্বুদে ভরে যাচ্ছে,
ফেনিল সৈকতে বসে কুড়াই শুধু প্রতীক্ষার নুড়িপাথর।
চিরপরিচিত ঘাস শুধায়, এলামেলো কেন পদছন্দ?
রোজকার মুগ্ধ চোখে দেখা আকাশ,
জিজ্ঞাসু মেঘে আকে প্রশ্ন- দৃষ্টি কেন উদাস?
সাঁঝের অনুরাগভরা সন্ধ্যামালতীর ঝোপ খোঁজে-
রোজকার সেই মুগ্ধতাভরা দৃষ্টি,
একাকী শালিকের ডানা ঝাপটানো অনুযোগ-
জোড় মেলাবার ব্যস্ততা নেই কেন?
আমি শুধু বিড়বিড় করে বলি-
একটা জোনাক জ্বলার অপেক্ষা করছি
একটি কম্পনের মধুরতার অপেক্ষায় আছি
একটি শিউলি ফোটার অপেক্ষায় আছি।।