রক্তের মত ফিনকি দিয়ে
অদ্ভুত আঁধার নামছে চারিদিকে,
গলা কাটা মুণ্ডু পড়ে আছে সবুজ ঘাসে,
তুমি আমি আমরা নির্বিকার হেটে চলি
জাপানি রোবটের মত,
দম দেওয়া পুতুল যেন!
দু:খ নেই আফসোস নেই
নেই রাগ, গোস্যা খেদ
মরন কিংবা মারনেও।
শুধু তিনবেলা রিফুয়েলিং করে
ব্যাটারি চালিত রোবটের মত
ছুটে চলি, শুণ্যে জলতলে চলে অভিযান
শুধু যেন জীবিকারই অন্বেষণে।
রাত হলে আমাদের গৃহে শুধু কামণা জাগে
মানবের আত্মাকে মদ খাইয়ে রাখে
বিলাসের সুখ ভোগের সামগ্রী।
আমরা সবাই এক একটা রোবট
অন্ধকারেও আমাদের কিচ্ছু যায় আসে না,
নির্বিকারের নিয়ন আলোয় কাজ চলে যায়,
চাঁদের জোসনায় আমাদের আর দরকার নেই।
আধার আরো নামুক, যত খুশি নামুক
লাল রক্তের মত ফিনকি দিয়েই নামুক,
গলাকাটা লাশ যত খুশি চিৎকার করুক,
কিচ্ছু কি এসে যায়?
আমাদের কানে হুক্কা হুয়ার হেডফোন
আর আমাদের পৃথিবীতে নির্বিকারের নিয়ন আলো
আমরা খুব বেঁচে আছি রোবটের মত।