আমাদের জামরাঙা শৈশবে
কত দুপুর কেটেছে হলুদ পাখির ডাক শুনে,
কত মুনিয়ার পিছে ছুটে কেটে গেছে
রোদ্দুর রাঙা সোনালী বিকেল।
গমের নাড়া মাড়ানো কঁচি পা
শৈবের আঙনা জুড়ে ছুটেছে দিনভর।
দুরন্ত ঘুরির মত উড়েছে
অবারিত আনন্দের শরৎ আকাশে।
কাউনের ক্ষেতে চড়ুই তাড়া করতে করতে
আমাদের পায়ের ধুলায় গোধুলি নেমেছে।
আমাদের কঁচি চোখের স্বপ্নে তৈরি রূপকথারা
মাতিয়েছে সন্ধ্যার আসর।
আদরের মাদুরে বসা সেই সব আসরে
যোগ দিয়েছে কত্ত জ্বীন-ভুত-পেত্নীরাও।
তারপর একসাথে রাত্রির খাবার খেয়ে
ভুতেরা চলে যেত শ্যাওড়া গাছে,
আর স্নেহের কাথায় মোড়ানো ঘুমে
ঢলে পড়েছে আমাদের সোনালী শৈশব।