মহুয়ার বন দেখিনি কখনো,
দেখিনি হরপ্পা নগরীর সিল,
মহেঞ্জোদারোর সড়কে পড়েনি আমার পা,
চন্দ্রাবতীর কবিতার আসরে হয়নি বসা,
দেখা হয়নি কনকলতার রুপ।
তবু কেন মনে হয় আমি দেখেছি
আমি হেঁটেছি, আমি ছুঁয়েছি তাদের।
আমার রক্তে সেই পুরনো অনুচক্রীকারা ঘোরে,
ঘোরের মধ্যে আমি হেঁটে আসি ভারতবর্ষের ইতিহাস।