মেঘ রোদ্দুর ঠিক ঠাক মঠ-ময়দানে,
ফুল পাখি সব দোলে শাখায় শাখায়,
গরু এসে ছিড়ে খায় তাজা তাজা ঘাস,
পাল তুলে চলে যায় নাও ভাটির দেশে,
দুটো সাদা বক মেলে আসে বিস্তৃত ডানা-
ফ্রেমে বাধানো সাদা ক্যানভাসে।
সব ঠিক ঠিক ছবি হয়ে আছে আঁকা!
তবু কেন যেন খালি খালি লাগে কোথায়?
হয়তো পরান চায় শুনতে-
ছবির রাখালের বাাঁশির সুর
কান উন্মুখ এই বুঝি বালিকা বাজায় নূপুর।
আজ নূপুরের রিনিঝিনির আক্ষেপে,
বাঁশির সুরের অপেক্ষায়-
মলিন লাগে গ্যালারির উজ্জ্বল আলো।
গ্যালারিতে নয় খুঁজতে চায় জীবন-
ঘাস মাটিতে ছড়ানো শিশিরভেজা কাঠগোলাপে।