আমি কবিতা লিখি
যখন পাঠক আমার মনের ভাব বুঝতে চায়,
আমি কবিতা লিখি
যখন তিনটি স্রোত একই জায়গায় মিশে যায়,
আমি কবিতা লেখার ভান করি
যখন আমার মন নীরবে গল্প করতে চায়,
আমি কবিতা লিখি
যখন ভালোবাসার আঁতুড়ঘর খালি পড়ে যায়,
আমি কবিতা লিখি
যখন শিশির ভেজা ভোরের ঘাসফুল কিছু বলতে চায়,
আমি কবিতা লিখি
যখন ভালোবাসার কাঙাল কিছু বলতে চায়,
আমি কবিতা লিখি
যখন নেশাতুর -নেশা না পায়,
আমি কবিতা লিখি
যখন নির্ঝরের স্বপ্ন কিছু বলতে চায়,
আমি কবিতা লিখি
যখন মুক্ত বিহঙ্গ বাসা খুঁজে না পায়।
তুমি হিমেল হাওয়ার ছোঁয়া পেতে পেতে আমার কবিতার শব্দকে স্পর্শ করে দেখো, প্রতিটি কথার পেছনে আমার উন্মুখ আত্মা এক আত্মীয়ের অপেক্ষায়।