কৌতূহল ও সংবরণের মাঝে
রয়েছে এক নদী
নদীর উপর পলকা সাঁকোখানা
দুলছে নিরবধি।


সাঁকোয় চড়ে আমিও দুলি, দেখি
শীর্ণ ধারা চলে
আবার তারই হাতছানিতে মেতে -
ঝাঁপ দেব কি জলে?


শুকিয়ে যদি যায় কখনো নদী
সাঁকোর কি বা হবে,
দু'পার বুঝি তাই এখনও বাঁচে
জলের কলরবে।