দ্যাখো অলস ঘুমে যাচ্ছে বেলা
এইতো আমি সেই একলা
প্রথম দিনের সূর্যটারই মতো ।
মায়ের কোলে চাঁদের-কণা
বাবার চোখে কাঞ্চা-সোনা
আশির পরে ওগুলোই আজ ক্ষত ।।


ছেলে-মেয়ে ব্যস্ত সবাই কাজে
কটুকথা শুনেও মাঝে মাঝে
হাসি মুখে করছি অভিনয় ।
সূর্য ঢুবে ফুড়ায় যে দিন
শোধ হলোনা এজন্মের ঋণ
রাতের আঁধার খুব যে সংশয় ।।


এখন স্বাধীনতায় বড্ড বেশি মানা
চোখ থাকতে হলাম যেন কানা
জীবন যুদ্ধের জটিল সমীক্ষায় ।
কালবেলা রোজ স্বপ্নে ডাকে
খুব আছি তাই দুর্বিপাকে
পাঠ করে যাই শিশুর ভূমিকায় ।।