আড়াল

সংক্ষিপ্ত বর্ণনা

আমার সপ্তম উপন্যাস- আড়াল ।।
“আড়াল’’ এর গল্প আড়ালেই রাখতে চেয়েছিলাম । শেষ পর্যন্ত বন্ধুদের সাথে শেয়ার করার লোভ সামলাতে পাড়লাম না, সেদিক থেকে বন্ধুরা আমাকে অনেকটা লোভীই ভাবতে পারেন । আসলে মানুষ বড় আবেগ প্রবণ প্রাণী, ইচ্ছে করলেই সবকিছু আড়াল করতে পারে না । চেনা পৃথিবী, চেনা সমাজ, চেনা মানুষ, তবু হৃদয়ের কোথাও যেন এক অচেনা মৃদঙ্গ বাজে । “আড়াল’’ সেই চেনা পৃথিবীর, চেনা সমাজের, চেনা মানুষ গুলোরই এক অচেনা গল্প । সকল বন্ধুদের সহানুভূতি ও ভালোবাসা কামনা করি ।
--------------------- করিম সরকার ।।