একটা নদীর খরাস্রোত
একটা অনেক শান্ত,
একটা পাখি ওড়ে শুধু
একটা বড় ক্লান্ত ।
একটা আকাশ নীলে ভরা
একটা ঢাকে কালো মেঘে,
একটা দুপুর উদাস করা
একটা চলে ঝড়োবেগে ।
একটা চাঁদে জোছনা ছড়ায়
একটা চাঁদে হাহাকার,
একটা রাত সুখে ঘুমায়
একটা রাতের বন্ধ দ্বার ।
একটা সন্ধ্যা খুব দাপুটে
একটা সন্ধ্যা মনমরা,
একটা মন স্বপ্নে বিভোর
একটা মনে ঘুন ধরা ।
একটা রাস্তা বড্ড সোজা
একটা রাস্তা কঠিন বেশ,
একটা স্বপ্ন সফল যদি
একটা স্বপ্ন নিরুদ্দেশ ।
একটা আমি‘র অনেক মূল্য
একটা আমি‘র মূল্যহীন,
একটা বাঁচা একটু খানি
একটা বাঁচা চিরদিন ।