হাইওয়ের বড় বিলবোর্ডে লেখা ছিলো-
“জন্ম সৃষ্টির লক্ষ্যে”- শাহ সিমেন্টের বিজ্ঞাপন ।
স্ব-সত্তাকে চিমটি কেটে দিলাম, দ্যাখো দ্যাখো,
রঙচঙে পুস্তকের পাতায় নয়-
কালের স্রোতে উদীয়মান-কাব্য ঠায় দাঁড়িয়ে আছে ।
সে হাসলো, অতিপ্রগৈতিহাসিক চেনা সেই হাসি
এ হাসির অনেকগুলো অর্থ আছে-
পুলিশ খোঁজে চোর
রাত্রি খোঁজে ভোর
কবি, তুমি খোঁজো বিলবোর্ডে কবিতার পঙক্তি ?
..............কেন নয় ?
এক বস্তা সিমেন্টও সৃষ্টি করতে জানে...
বড্ড নির্বোধ শাপগ্রস্ত আমি
কিছুই সৃষ্টি করা হলো না ।
এ জীবনে আর হবেও না- বৃথা জন্ম ।
অথচ হায়! জন্ম-ই সৃষ্টির লক্ষ্যে ।।