সবুজ খেয়ে রাক্ষসী তুই
উদর ভরে নদনদী বিল,
পাখনা মেলে দাঁড়িয়ে এখন
ইট পাথরের বিধ্বংসী চিল ।।
আবেগ বিবেক সব গিলেছিস
পেট ভরেনি তবু তোর ?
স্নেহ মায়া সেটাও গেছে
মুক্ত হাসির বন্ধ দোর ।।
এখন আমার মায়ের বয়স
হাঁটুর ব্যথায় কাতর স্বর;
বৃদ্ধ বাবার উদাস চোখে
নিত্য দেখি তোরই ভর ।।
রাক্ষসী তোর অগ্নি পেটে
ভস্ম যে হয় সবে,
শুধু একটা প্রশ্ন ছিলো
দুঃখ খাবি কবে..................??