উঠোন চাই না, এক কুঁড়েঘর
মাথা গোঁজার ঠাঁই ;
প্রীতি না পাই, এক সাদা-বর
জ্যোৎস্নায় রোশনাই ।
স্বার্থ তো নয়, শর্ত থাকুক
বিশ্বাসে ভরপুর ;
অর্থ তো নয়, ধুমসে বাজুক
হারানো দিনের সুর ।
নদী না থাক, ছোট্র পুকুর
তৃষায় জল খাওয়া ;
প্রেম না থাক, অপ্রেম দুপুর
খুব কি বেশি চাওয়া ?
আকাশ না পাই, একখন্ড মেঘ
উড়ুক মাথার‘পরে ;
বাতাস না থাক, অঘোর আবেগ
ভাসুক এ সংসারে ।
প্রাপ্তি না হোক, অনেক সাধের
সব অবসাদ কুড়াই ;
গোপন রাখি, ভাঙ্গা বাঁধের
দুঃখগুলো কষ্ট দিয়ে জুড়াই ।