চেতনায় কভু পাইনা তোমায়
অবচেতনায় পাই,
আঠারো বছর এই খেলাটা
এখনো খেলে যাই ।
চোখ দিয়ে আর দেখিনা তাঁরে
হৃদয় দিয়ে দেখি,
উড়ে গিয়ে বেশ করেছে
আমার পরাণ পাখি ।
হয়তো যখন রাতের দুপুর
মর্মাহত হই,
কাল্পনিক সে পাখির সাথে
মনের কথা কই ।
বুকের মাঝে যতনে রাখা
অপরূপ পাখির বদন,
আঠারো বছর পুষেই গেলাম
চিনচিনে এক রোদন ।
বউমাদের ঐ তিক্ত কথা
হয়নি শোনা তাঁর,
এটা ভেবেই গর্বে এ বুক
ফুলছে বারংবার ।
যতই ওড়াও দূর আকাশে
মেঘের বাঁকে বাঁকে,
আগলে তোমায় রেখেছি মাগো
হার্ট যেখানে থাকে ।
চেতনায় কভু পাইনা তোমায়
অবচেতনায় পাই,
আঠারো বছর এই খেলা মা
এখনো খেলে যাই ।