রং চং এই রঙের দুনিয়া
কত রঙের মানুষ,কত রকম
যায় যে খেলিয়া।


সবে চায় জিততে
মসনদে বসতে
পরাজয়ে ডর শুধু
চায় না কেউ মানতে।


বিজয়ী হওয়ার বাসনা
         সুখের কামনা
উঁচু নিচু সকলের মনে
    স্বর্গ সুখের প্রার্থনা।


কোথায় প্রকৃত সুখ
কেউ দেখে না ভাবিয়া
পরোপকারে মন নাই তাই
যায় নিজের সুখ রচিয়া।


রং চং এই রঙিন দুনিয়া
ওগো মানুষ পরার্থে কিছু
          যাও না করিয়া
এর মাঝেই প্রকৃত সুখ
দেখও  না তুমি ভাবিয়া।