হ‌বে কি হ‌বে না পা‌ব কি পাব না
সংশ‌য়ে প্রত্যয় হ‌য়ে যায় টলমল
ঘু‌রে ঘু‌রে ধরনী প‌রে আশাহত
আর বু‌ঝি বিজয়ী হব না আ‌ঁখি ছলছল।


ভে‌ঙ্গে ভে‌ঙ্গে এইভা‌বে রোজ রোজ
হৃদ‌য়ে জ‌মে ক্ষত নিদারুণ অ‌বিরত
কান্না বু‌কে অসম‌য়ে চুপচাপ ডুব
‌কে কার আপনজন বিষাদ সতত।


একা‌কি এখা‌নে নিঠুর ধরনীর প‌রে
চুপচাপ উপল‌ব্ধি পরাজ‌য়ের বেদন
‌থে‌কে থে‌কে অ‌বিরত হৃদ‌য়ে ব‌রিষণ
‌কে জা‌নিত হায় স‌ঙ্গী হ‌বে নিরব কাঁদন।


বু‌ঝি বিজ‌য়ের রথ অ‌চেনাই র‌বে
প্র‌তিক্ষায় প্র‌তিক্ষায় কাল কে‌টে যা‌বে
‌কিছু আর এ বু‌কে ধরা না‌হি দে‌বে
সংশয় আর স্বপ্ন মি‌লে‌মি‌শে আমা‌কে কাঁদা‌বে।