সময় দিয়ে যায় ফাঁকি
মন থাকে আটকে একাকি
সময়ের দাবি এক রকম
মনের দাবি অন‌্য রকম।


মন কি যে চায় আপনায়
সময় না বুঝে ফুরায়
মনের দাবি না মিটিয়েই
সময় দূরে দূরে পালাবেই।


মনের দাবিতে  ইচ্ছের মিছিলে
সময় তাকায় না,নীরবে চলে
মন থাকে শুধু পথ চেয়ে
সময় বলে যাব ফুরিয়ে।


সময়ের দাবিতে বিরহী মন
শুধু অপ্রাপ্তি,সারাক্ষণ বেদন
মনের চাওয়া পাওয়া জমতে থাকে
সময় ও নীরবে পালাতে থাকে।