‌যে সময় হা‌রি‌য়ে যায় পা‌লি‌য়ে যায়
তা‌কে ধ‌রে রাখা যায় না যায় না
উড়ন্ত বিহ‌ঙ্গের ম‌তো সে সূদু‌রে হারায়
শুধু তার স্মৃ‌তি বু‌কে‌তে করে আনা‌গোনা।


‌কিছু বু‌ঝে ওঠার আ‌গেই ভো‌রের আগমন
পা‌খির ডানায় উ‌ড়ে উ‌ড়ে দিন ফুরায়
আবার রজনী আবার ভোর যথাযথ ভা‌বেই
কা‌ঁদি‌য়ে কা‌ঁদি‌য়ে নীর‌বে অ‌চেনায় হারায়।


জীব‌নের রোজনামচা সম‌য়ের আসা যাওয়া
‌বোঝা যাক কিম্বা না বোঝাই  থাকুক সব
ঐ নিঠুর সময় পালা‌বেই  পালা‌বে নি‌রি‌বি‌লি
যতই হৃদ‌পি‌ন্ডের মা‌ঝে উঠুক বিজয়ী কলরব।


শুধু মন বোঝা‌নো দায় এই সম‌য়ের খেলায়
সব‌কিছু কেন ধীরল‌য়ে হা‌রি‌য়ে ই যায়
ধর‌তে পা‌রি‌নি ধরা যায়‌নি মধুময় সময়
য‌দিও শীত বসন্ত শুধু আ‌সে আর যায়।