একটু পরেই নামবে সন্ধা
সবাই ফিরবে আপন নীড়ে
পাখিটিও খুঁজে নেবে বাসা
এখানে আমি থাকবো দাঁড়িয়ে
সুদিনের আশায় আশায় ক্লান্তবদনে।


এভাবেই আবার ভোর হবে
সবাই ছুটবে নিজের কাজে
পাখিটিও মেলবে ডানা আকাশে
তথাচ আমি থাকব ছুপচাপ
পথ চেয়ে চেয়ে সুদিনের।


কর্মব্যস্ত দিনের শেষে আবার
সন্ধা নামবে,রাত আসবে
অলস দেহ এলিয়ে বিছানায়
কেউ কেউ কোমলতা খুঁজবে
আর আমার রাত কাটবে নির্ঘুম ।


এভাবেই সময় ফুরায় অজান্তে
সবাই বুঝে নেয় নিজের সবটুকু
চাওয়া-পাওয়া কালের চলাচলে
হয়না আমার কিছুই পাওয়া
শুধু চুপচাপ থাকি দাঁড়িয়ে।
১৩/০৮/২০০৬