যা‌পিত সুখ আজ উ‌ড়ে যায় ঐ
বাজায় বিরহী ভৈরবী তা তা থৈ থৈ
ঐ উ‌ড়ে যায় আজ সুখ পা‌খি দূ‌রে
‌ফি‌রে যায় তার সেই বিরহ নী‌ড়ে।


সু‌খের আশায় দিবস রজনী জু‌ড়ে
যত আ‌য়োজন সবটুকু গে‌ছে পু‌ড়ে
‌নিঠুর নিয়‌তির অ‌চেনা নিঠুর খেলায়
‌আজ বিরহ বস‌তি বেলা অ‌বেলায়।


‌যে সু‌খের ত‌রে দিনমান জু‌ড়ে সতত
হৃদয় ভে‌ঙ্গে চূ‌ড়ে প্র‌চেষ্টায়  অ‌বিরত
‌সেই  সুখ আজ অধরা অ‌চিন পা‌খি
অ‌হেতুক আজ আনম‌নে ডাকাডা‌কি।


ঐ উ‌ড়ে য‌ায় বিরহ পা‌খির ডানায়
সবটুকু সু‌খ যায় রে চ‌লে অ‌চেন‌ায়
ধ‌রে রাখা যায় না হায় সুখের সময়
অ‌বিরত পালা‌তে থা‌কে সে নিরালায়।