আমায় তুমি ছেড়ে যাবার পর


কাশফিয়া আঁখি


আমায় তুমি ছেড়ে যাবার পর
আর কখনো মাড়াইনি তোমার পথ,
তোমার আমার লক্ষ কোটি স্মৃতি
এখনো সেথায় করছে বসত।
থাকুক ওরা ওদের মতো করে
আমি কেন বাড়াতে যাবো শোক,
আমি না হয় চুপসে গেছি এখন
তোমার প্রতি তুলিনা অভিযোগ।
তবুও তোমার সোহাগী হোক রাত
ভেজা চুলে জেগে উঠুক প্রভাত।
অতন্দ্র এ চোখ নায়ের মাঝি,
নিজের ভেতর ভালো থাকা খুঁজি।


আমায় তুমি ছেড়ে যাবার পর
ছেড়ে গেছি পুরনো ফ্ল্যাট বাড়ি,
সেথায় তোমার সতেজ সব স্মৃতি
ঘুমের সাথে দীর্ঘ করে আড়ি।
চেনা ট্রেন ধরে হয়না বাড়ি ফেরা,
নীলচে সেসব স্মৃতিরা করে তাড়া।
দিশেহারা মন পথ পায়না সুখের
একটু স্বস্তি পাবার আশায় রই,
তুমি আছো আমার সকল জুড়ে
কোথায় এ ব্যথার মেঘ লুকাই।


আমায় তুমি ছেড়ে যাবার পর
হাত ঘড়িটি ছুঁইনি আমি আর,
রাত দিন থমকে গেছে যেন
সবই লাগে ভীষণ অন্ধকার।


আমায় তুমি ছেড়ে যাবার পর
আর যাইনি তোমার বাড়ির গেটে,
কল্পনাতে বহুবার গিছেয়ে মন
তোমায় একটু দেখার জন্য ছুটে।
হইনি আর স্মৃতির মুখোমুখি
আর দেখিনি পুরনো এলব্যাম,
সেসব ঝাপি তুলে রেখেছি দূরে
হয়নি খোলা নীল চিঠিটার খাম।


আমায় তুমি ছেড়ে যাবার পর
বুকের ভেতর গড়েছি এক নদী
সেথায় তুমি আছড়ে পড়া ঢেউ
আঁচড় কেটে ছুঁয়ে যাও নিরবধি।