অবসর       পরে।
থেকো,       নিজ ঘরে।।


কোনো        অব-সরে;
যদি;          মনে ধরে!
কিছু চেনা মুখ!
ভেবো;           ভালো আছে তারা,
তোমা            বিনে।


মহামায়া হরেশ্চৈতত্তয়া সংমোহ্যতে জগৎ।
জ্ঞানিনামপি চেতাংসি দেবী ভগবতী হি সা।।


যদি ভাবো মনে         দিয়েছি কি সব?
যা ছিল দেওয়ার!       না-কি সব মিছে কলরব।


ভেবো; কোনো এক পথে           এসেছিলে হেথা!
দিয়েছ যেটুক,                        নিয়েছ পূণ্য।
স-ব                                   আছে লেখা!
নেই বাকি কোনো                    সাদা পাতা।
জেনো মনে।


প্রকৃতিং পুরুষঞ্চৈব বিদ্ধ্যনাদী ভাবাবি।
বিচর্চিকা গুণাংশ্চৈব বিদ্ধি প্রকৃতিসম্ভবান।।


আজ                      অব-সরে;             
সব যাবে চলে        বহু, বহু দূরে!


যা ছিল না কাল,        থাকবেনা কভু যেটা কাল;
ত্যাজি সব কিছু,         থেকো মহা সুখে।
থাকবে সে সুখে;        তোমা, মুখ হাসি দেখে;
আসুক জীবনে           নিত্য সকাল।
ক্ষনে ক্ষ নে।


যো ন হৃষ্যতি ন দ্বেষ্টি ন শোচতি  ন কাঙ্ক্ষ্-তি
শুভাশুভপরিত্যাগী ভক্তিমান্ যঃ স মে প্রিয়।।