হারিয়ে গেছে তুলসী তলা;
মাটির প্রদীপ আঁচল মায়ের।
হারিয়ে গেছে ভোরের বেলা,
নিমের দাঁতন পুকুর পাড়ের।
হারিয়ে গেছে বিকেল বেলা;
ছোট্ট মাঠে বলে লাথি।
হারিয়ে গেছে সকাল বেলা,
সকাল বেলার খেলার সাথী।
হারিয়ে গেছে দুপুর বেলার;
মা মাসীদের গল্প কিম্বা চড়ুইভাতি!
হারিয়ে গেছে দল বাঁধা সব,
হারিয়ে গেছে জাগা রাতি।
এখন শুধুই একলা থাকা;
একলা ভাবা একলা চলা।
একলা আমার- একলা আমার,
আপন মনে কথা বলা!