কবিতা তোমায় লিখছে সকলে;
পড়ার লোকের অভাব!
ভালো থেকো তুমি-
ওটা মানুষের স্বভাব।
কত সহজেই সৃজন করি যে;
তুমি তো সেটা ও জান?
লিখে লিখে আজ ভীষণ ব্যস্ত,
পড়ব অন্য কবিতা কেন?
জানও তো আমার ইয়েটা কেমন,
ফোটে টগ্ বগ্ করে।
মুর্খের দল বোঝো না কিছুতে!
প্রতিভা রেখেছি ধরে।
দাদুর আমলে হাতে গোনা কটা কবি;
লিখেছে জীবন ধরি।
তুড়ি মেরে সব মাত্র ছমাসে,
সমানে সমানে টক্কর দিতে পারি।
বোঝে না মানুষে , মুর্খের দল
কি করে বোঝাই সবে?
আমার মতো এত্ত বড় কবি-
দুনিয়াতে কভু নাহি হবে।