প্রচণ্ড প্রতাপন সূর্য দেবতা,
পুরাণে কথিত। কাশ্যপ ঔরসে জনম,অদিতি মাতা।

প্রদক্ষিন করেন সুমেরু ধরা-ধর,
বিন্ধ্য-র মনে সাধ। প্রদক্ষিন করুন তারে ও দিবাকর।

উপেক্ষিত অনুরোধ করেন তপন,
নিজ দেহ বিস্তারিত বি-ন্ধ্যের তখন।

চন্দ্র সূর্য মাঝে শরীর বর্ধিত
পৃথিবীর ভারসাম্য হয় বিঘ্নিত।

দেবগন ভীত হয়ে স্মরণ অ-গস্ত্যের
মুনিবর আসেন সাক্ষাতে বি-ন্ধ্যের।

গুরু মানি অগস্ত্যরে, শির নত করেন শিখরী-
থাক ও নত মস্তকে `যতক্ষন না ফিরি।`

এই বলে চলিলেন অগস্ত্য;  না আসিলেন ফিরি,
নগ বিন্ধ্য তাই আজ ও প্রণ মিত গিরি।

বিন্ধ্যাচলে বসবাস অসুর দলনী
বিশ্বের দেবী তুমি , হে বিন্ধ্য-বাসিনী।