দিনক্ষয়ের মাঝেই আসে,
জানুয়ারী ছাব্বিশ।
পাড়ার মোড়ে উঠছে শ্লোগান;
একটুকু মন দিস।

মাইক ফাটে গলার সাথে,
পতাকা তোলার দিন।
রং এর চোটে ধামা চাপা কি?
শহীদ দের ঋণ!

উত্তর সূরী শহীদ দের,
জল পড়ে টিপ টিপ।
কে আর রাখে, কার বা খবর?
নিয়ম কানুন চলছে তো; ঠিক ঠিক!

ভারতবর্ষ স্বাধীন হল;
আইন গড় তে হবে।
সব কিছু কি কাগজ কলম,
দেখাতে কিছু তো হবে!

মাইক ফাটে পাড়ার মোড়ে;
শব্দ দূষণ ক'রে।
তাতে কি আর যায় বা আসে?
পতাকা খানা ওড়ে!

দিনক্ষয়ের মাঝেই আসে
জানুয়ারি ছাব্বিশ।
নিয়ম করেই চলব সবে;
একটুকু মন‌ দিস।