হারানোর ভয়
হারিয়ে যাওয়ার ভয়ে!
ছুঁই নি কিছু যে আজ।
ছুঁয়ে; যখন করেছি সোনা তারে,
ছেড়ে চলে গেছে তারা;
এটাই বিধির সাজ।
ময়না এনেছি,
বন থেকে টেনে তুলে!
শিখেছে মানুষ ভাষা,
আগল খুলেছি যখন;
চলে গেছে সব ভুলে।
নিজের ছেলেকে,
করেছি যতন!
নিজে না খেয়ে ,
খাবার দিয়েছি তুলে;
সে ও চলে গেছে নিজের মতন!
ঘর বা বাহির এক-ই করেছি,
নিজের জ্বালাই নিজেই মরেছি!
মনের আগল,
খুলতেই দেখি;
সব কিছু ভুলে গেছি।
হিসেব বিধাতা!
করেই ছিল।
আমি তো শুধু খেলেই গেলাম,
বল বিধাতার বুঝতে পারিনি;
সব কিছু যেন ভালো-ই হল।