ক্যামনে



মন ক্যামেরাই বাঁইধ্যা তোরে-
পোড়াইনু মন।
সেই জ্বালাতেই ভাইস্যা গেল;
সাধের ও জীবন।

কামে আমার মন বসে না-
তোরে ই শুধু দেখি।
সব জানলেও মন বোঝে না!
উইড়্যা গেছে পাখি।

তোর চোখেতে চোখ রাইখ্যা-
ভাইস্যা গেনু আমি---
জগৎ সংসার ভুলতে চাইনু;
বাধ সাধলেন স্বামী।
অন্য কোথাও পড়লি বাঁধা
তুই ক্যামন ক‌ই-রা?
প‌ইড়্যা র‌ইল এই অভাগা
মনে তোকে ধ‌ই-রা!

ভাসতে ভাসতে কাটছে জীবন
ভাসতে ভাসতে চলি।
মন ক্যামেরাই বাঁধা আছিস;
ক্যামনে তোরে ভুলি।