মাশুল(কবিতা)
মাশুল তোমায় দিতেই হবে;
বুঝেও তুমি বোঝ না।
এ ধরা যে বাঁধে তোমায়,
তুমি কারে ও বাঁধ না।
ভাবছো যারে ,রাখছ বাঁধি;
আপন করে বুকের মাঝে।
উড়বে সে-জন ; সময় হলেই,
সকাল ,বিকাল, কিম্বা সাঁঝে!
এ ঘর ও ঘর ঘুরছে সবাই;
ভাবছে আমার সকল কিছু।
সে ঘরে পা রাখবে যখন-
কেউ যাবে না তোমার পিছু।
যা আছে সব ভালো তোমার;
দাও বিলিয়ে ; দীনের মাঝে।
দিনের শেষে ক্লান্ত যখন-
শান্তি পাবে শেষের সাঁঝে!
দুঃখ ,আঘাত ,মান-অপমান;
নিজেই রাখ নিজের তরে!
মাশুল তোমার হবেই দিতে;
যাবে যখন নিজের ঘরে।