পরাণ 

দেহে আছে প্রাণ;
তাই গাই গান।
প্রাণে আছে প্রাণ,
স্বর দিয়ে সুর করে আমি করি গান।

ব্যথা বেদনা; যত অভিমান,
গান গেয়ে দূর করি; তাই গাই গান।

যখন‌ই যাই ভেসে; আনন্দের তীরে,
সরগম দিয়ে গান, গান বাঁধি সুরে।

যতদিন দেহে আছে প্রাণ;
পারি যেন শোনাতে, জীবনের গান।

ক্ষনিকের প্রাণ-
মন খুলে তাই করি গান।

বিধাতা দিয়েছে প্রাণ;
বিধাতা দিয়েছে স্বর;
তাঁর গান গেয়ে যেন;
ছাড়ি এ পরাণ।